আগামী ২৬ ডিসেম্বর বেলা ৩টায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। স্বাস্থ্যগত জটিলতার কারণে নবাগত ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম বিদেশি চমক কুশল মেন্ডিসের খেলা হচ্ছে না আসরটিতে। একই কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না এই লঙ্কান ক্রিকেটার ।
গত ১০ ডিসেম্বর আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই শারীরিক জটিলতা দেখা দিলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়।
গত সপ্তাহে দুবাইয়ে চিকিৎসকেরা কুশল মেন্ডিসের মূত্রথলিতে পাথর শনাক্ত করলে জরুরি অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফেরার নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি।
আইপিএল, পিএসএল, এসএ টি২০ সহ বিশ্বব্যাপী একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা এ ক্রিকেটারকে না পাওয়াটা নোয়াখালীর জন্য বড় ক্ষতিই বলা চলে। তার স্থলাভিষিক্ত হিসেবে ফ্র্যাঞ্চাইজি এখন কাকে খুঁজে নেয়, সেটাই দেখার পালা। হাতেও সময় বেশি নেই।
টিজে/টিএ