রিয়াল মাদ্রিদে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে যোগ দিলেও আপাতত সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হচ্ছে ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিককে। নিয়মিত খেলার সুযোগ তৈরি ও অভিজ্ঞতার প্রয়োজনে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এনদ্রিককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিঁও। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের বাকি ছয় মাস তিনি ফরাসি লিগ ওয়ানে খেলবেন। তবে চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হয়নি। এতে স্পষ্ট যে, রিয়াল মাদ্রিদ তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে।
লিঁওতে এনদ্রিক ৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। এই ধারের জন্য রিয়ালকে ১০ লাখ ইউরো ফি প্রদান করবে ফরাসি ক্লাবটি, পাশাপাশি তার বেতনের দায়িত্বও তারাই বহন করবে।
গত বছরের জুলাইয়ে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ইউরোতে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এনদ্রিক। বার্নাব্যুতে ৪৩ হাজার দর্শকের সামনে আবেগঘন অভিষেক হলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন ছিল সামান্য। রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪০ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র ৭টি।
চলতি মৌসুমে কোচ জাবি আলোনসোর অধীনে মাত্র ৩টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন মাত্র একবার। এনদ্রিকের জন্য এই ধার চুক্তিটি কেবল ক্লাব ক্যারিয়ার নয়, জাতীয় দলে ফেরার লড়াইও বটে। ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হলে তাকে নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে।চলতি বছর ব্রাজিলের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির গুডবুকেও জায়গা করে নিতে পারেননি এই তরুণ স্ট্রাইকার।
ক্রীড়া মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্যমতে, এই চুক্তিতে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে রিয়াল। লিঁওর হয়ে অন্তত ২৫ ম্যাচে যদি এনদ্রিক শুরুর একাদশে না থাকেন, তবে ফরাসি ক্লাবটিকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। মূলত এনদ্রিকের ‘গেম টাইম’ নিশ্চিত করতেই এমন শর্ত রেখেছে লস ব্লাঙ্কোসরা।
এমআর/টিএ