দলের অধিনায়ক এবং ধারাবাহিক পারফর্মারদের একজন ব্রুনো ফার্নান্দেজকে হারানো যে অনেক বড় ধাক্কা, তা লুকানোর কোনো চেষ্টা করলেন না হুবেন অ্যামুরি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, পর্তুগিজ মিডফিল্ডারের শূন্যতা পূরণ করা অসম্ভব।
ছন্দ খুঁজে ফেরার অভিযানে সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ অপরাজিত ছিল ইউনাইটেড। গত রোববার অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরে তাদের সেই যাত্রা শেষ হয়েছে।
হতাশার ওই ম্যাচেই প্রথমার্ধের শেষদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফার্নান্দেজ। এরপরও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি; কিন্তু পারেননি বেশিক্ষণ। বিরতিতে তাকে তুলে নেন কোচ।
দা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারির ম্যানচেস্টার ডার্বিতে ফার্নান্দেজকে ফিরে পাওয়ার আশায় আছে ইউনাইটেড। অ্যামুরি যদিও তেমন কিছু বললেন না।
বড়দিনের পরদিন আগামী শুক্রবার ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের দুই দিন আগে বুধবার সাংবাদিকদের ফার্নান্দেজকে হারিয়ে হতাশা ব্যক্ত করেন অ্যামুরি। “ব্রুনোর বিকল্প পাওয়া অসম্ভব। (তার শূন্যতা ঢাকতে) অনেককে এগিয়ে আসতে হবে।”
“কেবল সুযোগ তৈরির জন্যই নয়। প্রতিটি সেট-পিসে, সে পুরো দলকে সংগঠিত করে। (তার অনুপস্থিতে) সবার জন্য এগিয়ে আসার একটা সুযোগও বটে এবং সবাইকে অনুধাবন করতে হবে যে আমরা কোনো একজনের ওপর সবকিছুর জন্য নির্ভর করতে পারি না। কখনও কখনও আমরা দলকে সাজানো ও সুযোগ তৈরির জন্য ব্রুনোর ওপর নির্ভর করি।”
নিয়মিত খেলোয়াড়দের আরও কয়েকজনকে আগামী কিছুদিন পাবেন না অ্যামুরি। জাতীয় দলের হয়ে আফ্রিকান নেশন্স কাপ খেলতে গেছেন ব্রায়ান এমবুমো, আমাদ দিয়ালো ও নুসায়ার মাজরাউই। চোটের কারণে দলের বাইরে আছেন মাটাইস ডি লিখট ও হ্যারি ম্যাগুইয়ার। আর পায়ের পেশির চোটে শেষ মুহূর্তে ভিলা ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েন কবি মেইনু।
লিগে ১৭ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষস্থান থেকে তারা ১৩ পয়েন্ট পিছিয়ে।
এমআর/টিএ