ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের। গভীর রাতে ট্রাকের ধাক্কায় স্লিপার বাসে আগুন ধরে যায়, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় একটি স্লিপার বাসে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়েই প্রাণ যায় ৯ জনের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর আগুন ধরে যায়।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘ভোর রাতে একটি লরি ডিভাইডার পার হয়ে বাসটিকে আঘাত করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লরিটি বাসের তেলের ট্যাংকে আঘাত করায় আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোমতে প্রাণে বাঁচলেও এখন পর্যন্ত আটজন যাত্রী ও ট্রাকচালকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’
দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে এক যাত্রী বলেন, ‘চারপাশে শুধু মানুষের আর্তনাদ। দুর্ঘটনার পর আমি পড়ে গিয়েছিলাম এবং দেখি চারদিকে আগুন। দরজা খোলা যাচ্ছিল না। আমরা জানালার কাচ ভেঙে পালানোর চেষ্টা করি। মানুষ একে অপরকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা কঠিন হয়ে পড়ে।’
এই দুর্ঘটনার কারণে সেখানকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যটক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের সামনে একটি বাসে আগুন লেগেছে। প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটে আমরা আটকে আছি। এটি পরিষ্কার হতে আরও এক-দুই ঘণ্টা সময় লাগতে পারে।’
পিএ/এসএন