বিপিএল শুরুর আগে চট্টগ্রাম র‌য়্যালসের দল প্রত্যাহারের আবেদন

বিপিএলের আসন্ন দ্বাদশ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। এবার টুর্নামেন্ট শুরুর আগেরদিন আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না।  বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিসিবির পরিচালক মিঠু বলেন, ‘আমরা সকালে চিঠি পেয়েছি, এটা নিয়েই আলাপ করতেছি সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি), এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা।’



মূলত এর আগে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এরই মাঝে দল প্রত্যাহার চেয়ে সরাসরি আবেদন করল ওই ফ্র্যাঞ্চাইজির মালিক। গত আসরে ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে তারা বেশ সমালোচিত হয়েছিল। যদিও এবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে। তবুও প্রশ্ন ওঠে চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না। সেই প্রেক্ষিতে অর্থ পরিশোধের শর্ত পূরণের কথা নিশ্চিত করে বিসিবি।


এদিকে, দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হচ্ছেন- পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। জানা যায়, স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া পাকিস্তানি স্পিনার আবরারের এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

এখানেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরে অস্বস্তির শেষ নয়, শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার জানায় তারা। বিপিএল শুরুর দু’দিন আগেও তার বাংলাদেশে আসা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনের আশা করলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো। এর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস।

আরআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বড়দিনের ছুটিতে কক্সবাজারে মানুষের উপচে পড়া ভিড় Dec 25, 2025
img
কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙচুর, ভারতের নিন্দা Dec 25, 2025
img
বিদেশি কোচ না আসায় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে বাবুল-বাশার Dec 25, 2025
img
সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান Dec 25, 2025
img
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের Dec 25, 2025
img
তারেক রহমানকে দেখতে এভারকেয়ারের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় Dec 25, 2025
img
বিপিএলে ঝড় তুলতে হুংকার দিলেন তাসকিন-মুস্তাফিজ Dec 25, 2025
img
তীব্র কুয়াশায় নদীতে আটকে পড়েছেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী Dec 25, 2025
দুপুর ১ টায় পূর্বাচল ৩০০ ফিটে জনারণ্য Dec 25, 2025
img
বড়দিনে বড় চমক রাজের! Dec 25, 2025
img
ফখরুল-সালাউদ্দিন-আব্বাসকে জড়িয়ে ধরলেন তারেক রহমান Dec 25, 2025
img
কড়া নিরাপত্তায় ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন Dec 25, 2025
img
খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান Dec 25, 2025
img
ক্রিসমাসে অলৌকিক প্রত্যাশা ইংল্যান্ডের Dec 25, 2025
img
গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান Dec 25, 2025
img
তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা Dec 25, 2025
img
আজ যা ঘটছে ইতিহাসে তা চিরদিন লেখা থাকবে : বান্নাহ Dec 25, 2025
img
এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার Dec 25, 2025
img
‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু Dec 25, 2025
img
৪৫ বছর বয়সে বিয়ে করলেন ভেনাস উইলিয়ামস Dec 25, 2025