শহরের বুকে বারবার ঘটে চলা বিশ্ববিদ্যালয়ের হস্টেল র্যাগিং ও ছাত্র আত্মহত্যার মতো ঘটনাগুলি সমাজকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, ঠিক সেই বাস্তব প্রেক্ষাপটকেই পর্দায় তুলে ধরতে চলেছেন রাজ চক্রবর্তী। বড়দিনে প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি ‘হোক কলরব’-এর টিজার। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবির বিষয়, নির্মাণভঙ্গি এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের সংলাপনির্ভর উপস্থিতি।
টিজারের শুরুতেই দর্শকের চোখে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্ধকার দিক। বৃষ্টির মধ্যে অন্তর্বাস পরা এক ভীত ছাত্রের দৃশ্য যেন মুহূর্তেই গা শিউরে তোলে। সেই ভয়, অপমান আর আতঙ্ক ধীরে ধীরে রূপ নেয় ক্ষোভে। এরপরই টিজারে দেখা যায় ছাত্র ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ। দু’টি শিবিরের এই টানাপড়েনেই গড়ে উঠছে ছবির মূল নাটকীয়তা।
এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এক দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি। টিজার জুড়ে তাঁর উপস্থিতি, চোখের ভাষা আর সংলাপ ছবির আবহকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। ছাত্রদের উদ্দেশে বলা তাঁর সংলাপ ‘আমি ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই’ ইতিমধ্যেই দর্শকের মনে দাগ কেটেছে। রাজ চক্রবর্তীর আগের কাজের মতোই এখানেও শাশ্বতের কণ্ঠে সংলাপ যেন আলাদা করে চরিত্রের শক্তি প্রকাশ করে।
শাশ্বতের পাশাপাশি ছবিতে নজর কাড়ছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য ও ওম সাহানিসহ আরও একাধিক অভিনেতা। টিজার দেখে স্পষ্ট, ‘হোক কলরব’ শুধু সামাজিক বার্তা নয়, অ্যাকশন ও সংঘাতেও ভরপুর হতে চলেছে। চলতি বছরের আগস্ট মাসে ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি।
নতুন বছরের শুরুতেই রাজ চক্রবর্তীর প্রথম মুক্তি হতে চলেছে ‘হোক কলরব’। বড়দিনে টিজার প্রকাশ করে পরিচালক যেন আগাম ইঙ্গিত দিয়ে দিলেন, সমাজের অস্বস্তিকর সত্য এবার রুপোলি পর্দায় আরও জোরাল ভাষায় ধরা দেবে।
আরপি/এসএন