তারেক রহমানের আদুরে বিড়াল জেবু কোন প্রজাতির?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। তাকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবু ঢাকায় এসেছে। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়েছে। পরে যথাযথভাবে জেবুকে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জেবুর ব্রিড ও লাইফস্টাইল সম্পর্কে। চলুন জেনে নেয়া যাক-

সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। যার বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশি কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে।

সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। শরীরজুড়ে থাকে ঘন ও নরম লোম। স্বভাব শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। পরিবারের কেউ মন খারাপ করলে এরা তা বুঝতে পারে এবং পাশে এসে বসে থাকে। এ কারণেই এই জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন।

জেবু মূলত রাশিয়ায় উৎপত্তি হওয়া সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। এই জাতের বিড়ালের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে তুলনামূলক বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খুবই জরুরি।

শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এই জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে ইউরোপ ও আমেরিকায় এই জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে।

চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান Dec 25, 2025
img
তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে : প্রেস সচিব Dec 25, 2025
img
কালিয়াকৈরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১২ Dec 25, 2025
img
গণ অধিকার পরিষদ নেতাদের পদত্যাগ Dec 25, 2025
img
গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি তারেক রহমান Dec 25, 2025
img
আফ্রিকা কাপ অব নেশন্সে মাঠে বসে ছেলের জয় দেখলেন জিদান Dec 25, 2025
img
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি Dec 25, 2025
img
ছুটিতে মদ্যপান দোষের নয়; আমি নিজেও একই কাজ করেছি: মাইকেল ভন Dec 25, 2025
img
তার মনের নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করুন : কনকচাঁপা Dec 25, 2025
img
বড়দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় Dec 25, 2025
img
হঠাৎ রেগে গেলেন সুজন, থাকতে চান না নোয়াখালীর কোচের দায়িত্বে Dec 25, 2025
img
২৫ ডিসেম্বরে তারেক রহমানের দেশে ফেরার কারণ জানালো বিএনপি Dec 25, 2025
img
আত্মগোপনে থাকা নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন, মুখ খুললেন স্ত্রী Dec 25, 2025
img
ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির Dec 25, 2025
img
তারেক রহমানের সঙ্গে মান্নার পুরোনো ছবি হঠাৎ আলোচনায় Dec 25, 2025
img
সাইবেরিয়ান বিড়াল জেবু, বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়া ও যত্ন Dec 25, 2025
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে পিরোজপুরের ৩০ হাজার নেতাকর্মী Dec 25, 2025
img
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব Dec 25, 2025
img
বিপিএলের উদ্বোধনী ম্যাচ ও পারিশ্রমিক প্রসঙ্গে শান্তের মন্তব্য Dec 25, 2025
img
বুকে হল্টার মনিটর বসিয়ে ৪৮ ঘণ্টা শুটিং মিমির! Dec 25, 2025