সিনেমা মুক্তি পেলেই দুদিন পর পর বক্সঅফিস কালেকশন দেখা যায়। কলকাতার সুপারস্টার দেব-ও তার সিনেমা মুক্তি পেলে ফলাও করে বক্সঅফিস কালেকশন প্রকাশ করেন। তবে ব্যবসার তুলনায় যে কোটি কোটি টাকার পরিমাণ উল্লেখ করে হয় সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহ ছিল!
স্বয়ং ভারতের পশ্চিমবঙ্গের সিনেমার অনেকেই এই বক্সঅফিস কালেকশনকে ‘স্ট্যান্ডবাজি’ বলে থাকেন। এবার দেব নিজেও স্বীকার করলেন এই বিষয়টি।
কলকাতার চলচ্চিত্র বিষয়ক সাময়িকী আনন্দলোককে দেয়া এক সাক্ষাৎকারে যে বক্সঅফিস ফিগার প্রকাশ করা হয় সেটা সত্য কিনা জানতে চাইলে দেব বলেন, সত্যি-মিথ্যে বলে কিছু হয় না। পৃথিবীজুড়ে এটা হয়ে আসছে। ‘ধুরন্দর’ (হিন্দি সিনেমা) যে কালেকশন দিচ্ছে, সেটা কি মানুষ দেখতে যাচ্ছে? যেটা দিচ্ছে সেটাই তো বিশ্বাস করছে সবাই। এটা পুরোপুরি পারসেপশনের খেলা। এটা খেলাটা সবখানে শুরু হয়েছে।
তার মানে যেটা সামনে আসে সেই অ্যামাউন্ট ফেইক ফিগার? উত্তরে দেব বলেন, এটাই ফরম্যাট। সকালে সোশ্যাল মিডিয়া খুললেই সবাই কালেকশন জানতে চায়। সিনেমা চলুক বা না চলুক কেউ জিজ্ঞেস করছে না, কয়টা শো হাউজফুল গেল কেউ দেখতে যায় না সবাই কালেকশন জানতে চায়।
এ বছর দেব অভিনীত ‘ধূমকেতু’ মুক্তির পর প্রথম সপ্তাহে ১৫ কোটি ২৪ লাখ, এবং দ্বিতীয় সপ্তাহে ২১ কোটি ৩৬ লাখ টাকার বক্সঅফিস কালেকশন প্রকাশ করা হয়েছিল। মাত্র দুই সপ্তাহে এই টাকার অংশ কি বাস্তবসম্মত জানতে চাইলে হাসিমুখে দেব বলেন, এটা আমি জানি না। তবে ‘ধূমকেতু’ ভালো ব্যবসা করেছে। কেউ যদি এই বক্সঅফিস নিতে না পারে সেটা তার ব্যাপার। সবটাই নিতে হবে এমন কোনো কথা নেই।
বক্সঅফিস কালেকশন বাড়িয়ে বলা প্রসঙ্গে দেব বলেন, এটা নিউ নরমাল। রেটিং, রিভিউ সবকিছু কেনা যায়। এটাই সবখানে হয়ে আসছে।
কেএন/টিকে