কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে নানা আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে আলোকসজ্জা ও সাজসজ্জায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকে আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি অতিথি ও দর্শনার্থীরা অংশ নেন। দুই দিনব্যাপী ধর্মীয় প্রার্থনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মাধ্যমে উৎসবটি উদযাপন করা হয়।
স্থানীয়রা জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৪০টি খ্রিস্টান পরিবার বসবাস করেন। তারা প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালন করেছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজুল কবির বলেন, বড়দিন উপলক্ষে ক্যাম্প এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের আওতাধীন ১৩ নম্বর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আল ইমরান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরো জানান, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সব ধর্মীয় উৎসব উদযাপনের জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
টিজে/টিকে