পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ‘ভারত-সমর্থিত গোষ্ঠীর’ ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্যমতে, গত বুধবার (২৪ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে সেনারা কার্যকরভাবে আঘাত হানলে রিংলিডার দিলাওয়ারসহ দুই সন্ত্রাসী নিহত হয়।
নিহত দিলাওয়ারের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছে আইএসপিআর। ‘মোস্ট ওয়ান্টেড’ এই সন্ত্রাসী ধরিয়ে দিতে পারলে ৪০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে বেলুচিস্তানের কালাত জেলায় পরিচালিত পৃথক এক অভিযানে নিরাপত্তা বাহিনী আরও ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে। আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর বন্দুকযুদ্ধে ‘ভারত-সমর্থিত’ ওই সন্ত্রাসীরা নিহত হয়।
সংস্থাটি জানায়, নিহতরা বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা চালাচ্ছে।
গত ১৯ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সৈন্য নিহত হয়। সে ঘটনার পর আফগানিস্তানের উপপ্রধান মিশন প্রধানকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তান জানায়, আফগান তালেবান সরকারের অব্যাহত সমর্থনের কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক জনগণের ওপর হামলা চালাতে সক্ষম হচ্ছে। আফগান ভূখণ্ড থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে পাকিস্তান।
এসএস/টিএ