দক্ষিণী ছবির দুনিয়ায় আবারও বড়সড় আলোড়নের ইঙ্গিত। বিশাল বাজেটের পৌরাণিক সময়ভ্রমণ নির্ভর ছবি ‘বারাণসী’ সই করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে মহেশ বাবু। প্রায় তেরোশো কোটি টাকা বাজেটের এই ছবির কাজ শুরু হতেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, পরবর্তী ছবির জন্য তিনি নাকি আরও এক ঝুঁকিপূর্ণ ও আলোচিত পরিচালকের সঙ্গে জোট বাঁধতে চলেছেন।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে মহেশ বাবুর সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, বহু বছর আগে মহেশ বাবুকে মাথায় রেখেই যে শক্তিশালী চিত্রনাট্য লিখেছিলেন সন্দীপ, সেটিই নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে দু’পক্ষের মধ্যে কথাবার্তা আরও জোরদার হয়েছে বলে দাবি সূত্রের। এই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মহেশ বাবুর স্ত্রী নামরতা শিরোদকরও।
যদি এই প্রকল্প চূড়ান্ত হয়, তা হলে ভারতীয় ছবির জগতে একেবারে ভিন্ন মাত্রার সমীকরণ তৈরি হতে পারে। একদিকে সন্দীপ রেড্ডি বঙ্গার কাঁচা, তীব্র ও আবেগনির্ভর গল্প বলার ভঙ্গি, অন্যদিকে মহেশ বাবুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তারকা ব্যক্তিত্ব, এই দুইয়ের মেলবন্ধন দর্শকের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।
এদিকে ‘বারাণসী’ নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে দ্রুত। পৌরাণিক আবহে সময়ভ্রমণের গল্পে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। বিশ্বজুড়ে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটি আসার কথা দুই হাজার সাতাশ সালে। সেই বিশাল প্রকল্পের পরই যদি সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে নাম লেখান মহেশ বাবু, তা হলে তাঁর অভিনয় জীবনে আরও এক সাহসী বাঁক আসবে বলেই মনে করা হচ্ছে।
এখন সব নজর ভবিষ্যতের দিকেই। ‘বারাণসী’র পর মহেশ বাবুর পরবর্তী পদক্ষেপ কী হবে, আর সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে এই বহুল আলোচিত জুটি আদৌ বাস্তবায়িত হয় কি না, তা জানতে অধীর অপেক্ষায় অনুরাগীরা।
আইকে/টিএ