অভিনেত্রী ও ব্যবসায়ী কেয়া পায়েল। নাটকে নিয়মিত অভিনয় করেন তিনি। গল্প পছন্দ হলে ওটিটিতেও কাজ করেন। পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত থাকেন। এর মাঝেই সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তবে পৃথিবীর যে দেশেই তিনি যান না কেন, সবসময় তার মনটা পড়ে থাকে নিজের দেশেই।
কেয়া পায়েল দেশের প্রতি তার এমন ভালোবাসার কথা প্রকাশ করেন রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কেয়া বলেন,
‘ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি। ব্যস্ততার মাঝ থেকে সময় পেলেই তাই বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাই। তবে বিদেশে গিয়ে ১০ দিনের বেশি থাকলেই দেশের জন্য হৃদয় ছটফট করতে থাকে। আবার দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কারণ মনটা যে আমার দেশেই পড়ে থাকে। এ জন্য যে দেশেই যাই না কেন, সবার আগে বাংলা খাবার আর প্রবাসীদের খুঁজি। তাদের সঙ্গে দেখা হলে ভীষণ আনন্দ পাই।’
বিদেশে যেয়ে এই অভিনেত্রী সবচেয়ে বেশি মিস করেন বাংলা খাবার। এ ছাড়া কখনো স্থায়ীভাবে দেশের বাইরে পারি জমানোর পরিকল্পনাও নেই কেয়ার, এমনটাই বলেন তিনি।
এ সময় নিজের কাজ নিয়ে কেয়া বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি, সেটি যে প্ল্যাটফর্মেই হোক না কেন। দর্শক তা বুঝে গেছে। তাই ভালো গল্প পেলে আমি কখনও ফিরিয়ে দেই না। কারণ অভিনয় দিয়েই দর্শক আমাকে চিনেছেন ভালোবেসেছেন। তাদের ভালোবাসা অর্জন করতে পারাই আমার জীবনের প্রধান সফলতা।
এ ছাড়া সবসময় ভালো কাজের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। বিদেশের মাটিতে যখন আমার এবং আমাদের ইন্ডাস্ট্রির কাজ নিয়ে কেউ প্রশংসা করে তখন আনন্দ ও গর্ব হয়। কিাজের মাধ্যমে এটি ধরে রাখতে চাই।’
নাটকে ব্যস্ত থাকা কেয়া পায়েলের প্রকাশের অপেক্ষায় আছে ‘কোটিপতি’ নামে একটি নতুন নাটক। যেটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি শীঘ্রই ইউটিউবে প্রকাশ করা হবে।
আরপি/এসএন