বড়দিন মানেই ক্যাটরিনা কাইফের জীবনে আলাদা উষ্ণতা। প্রতি বছরই পরিবারের অন্দরমহলের উৎসবের ঝলক দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে এ বছর বড়দিন আরও বিশেষ। কারণ, সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। গত নভেম্বর মাসে ভিকি কৌশলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন ক্যাটরিনা। কোলজুড়ে এসেছে পুত্রসন্তান, যাকে ঘিরেই এখন তাঁদের সমস্ত আনন্দ আর ব্যস্ততা।
মা হওয়ার পর দীর্ঘ বিরতির পরে বড়দিনের রাতেই প্রথমবার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা। পরিবারের সঙ্গে কাটানো এই উৎসবের মুহূর্ত নিজেই তুলে ধরলেন তিনি। ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশল, দাদা সেবাস্টিয়ান ও দেওর সানির সঙ্গে বড়দিন উদযাপনে মগ্ন অভিনেত্রী। পরিবারের মাঝখানে দাঁড়িয়ে ক্যাটরিনার মুখে প্রশান্ত হাসি, চোখেমুখে নতুন জীবনের শান্ত ছোঁয়া।
এই বড়দিনে সাজেও ছিল আলাদা বার্তা। উৎসবের রঙের সঙ্গে মিল রেখে লাল পোশাকে ধরা দেন ক্যাটরিনা। মাতৃত্বের পরেও তাঁর উপস্থিতিতে ধরা পড়ে স্বাভাবিক দীপ্তি ও আত্মবিশ্বাস। ক্যাপশনে সকলের জন্য আনন্দ ও শান্তির কামনা জানিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি।
যদিও এই প্রথম বড়দিনে সন্তানের সঙ্গে উৎসব কাটালেও, ছেলের মুখ প্রকাশ্যে আনেননি ক্যাটরিনা। সন্তানকে আড়ালেই রেখে পরিবারের মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। জানা যাচ্ছে, কাজের ফাঁকে ভিকিও পুরোপুরি উপভোগ করছেন পিতৃত্ব। সন্তানের যত্নে সমানভাবে পাশে রয়েছেন তিনি।
মাতৃত্বের পর এই প্রথম পোস্টেই স্পষ্ট, ক্যাটরিনার জীবনে এখন সবচেয়ে বড় প্রাধান্য পরিবার। ঝলমলে উৎসবের আড়ালেও রয়েছে এক নতুন জীবনের নীরব আনন্দ, যেখানে বড়দিন মানে শুধু সাজসজ্জা নয়, বরং সন্তানের উষ্ণ উপস্থিতিতে পূর্ণ এক নতুন অনুভূতি।
আরপি/এসএন