রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ‘আপনি চান বা না চান, তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে সবাইকে তারেক রহমানকে পছন্দ করতে হবে না, বিএনপিকেও সবার পছন্দ করতে হবে না এবং করা উচিতও নয়। একটা দলকে সবাই পছন্দ করবে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালোও না। বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও তারেক রহমান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের পছন্দ করা বা না করা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার চাওয়া উচিত বিএনপি ও তারেক তাদের দায়িত্ব ও দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করুক।’
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শো প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি যদি একাধিক নির্বাচনে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে, তা দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে না। আমরা চাই বাকি আরো দল শক্তিশালী হোক।
’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এনসিপিকে সমর্থন করি, কারণ এটি একটি মধ্যপন্থী দল। বিএনপির বিপরীতে থাকা অন্য দলগুলোর রাজনীতি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশে আওয়ামী লীগ নেই, তাই সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি উঠে এসেছে। দেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দলের থাকা জরুরি।
দেশের স্থিতিশীলতার জন্যও এটি প্রয়োজন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি কারো মনে শঙ্কা থাকে যে নৈরাজ্য সৃষ্টি করা হবে, তবে বিএনপির মতো শক্তিশালী দল মাঠে থাকলে নৈরাজ্যকারীদের কাজ কঠিন হয়ে যাবে।’
এমকে/এসএন