বলিউডের জনপ্রিয় নেটপ্রভাবী ধ্রুব রাঠী এবার কটাক্ষের নিশানায় রেখেছেন দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি তাঁর তৈরি একটি ভিডিওতে ধ্রুবের মন্তব্য, যে দীপিকা সহ অনেক অভিনেত্রী গায়ের রং হালকা করেছেন চিকিৎসার মাধ্যমে, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওর শিরোনাম ‘বলিউডের নকল সুন্দরীগণ’ যেখানে কাজল, শিল্পা শেট্টী, বিপাশা বসু ও প্রিয়ঙ্কা চোপড়ার নামও উল্লেখ করেছেন তিনি।
ভিডিওতে ধ্রুব বলেন, “কারও কারও গায়ের রং শুরুর দিকে স্বাভাবিক ছিল, কিন্তু এখন হালকা হয়ে গেছে। ফর্সা হওয়ার রহস্য কোনও ক্রিম নয়, না রোদে ঘোরাঘুরিই, বরং এর পেছনে রয়েছে ইনজেকশন।” এ মন্তব্যের পর নেটিজেনদের তরফে পাল্টা প্রতিক্রিয়া এসেছে। অনেকে বলেন, স্থিরচিত্র বা সিনেমার জন্য রং হালকা করা হয়, যা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত নয়। অনুরাগীরা আরও যুক্তি দিয়েছেন, দীপিকা কখনও গায়ের রং হালকা করার চিকিৎসা করাননি এবং ক্যামেরার জন্য হালকা দেখাতে কিছু এডিটিং করা হয়।
নেটিজেনদের মন্তব্য অনুযায়ী, ধ্রুব রাঠীর বক্তব্য কেবল ব্যক্তিগত বিচারধারার উপর ভিত্তি করে। ভিডিওর প্রকাশের পরও ধ্রুবের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বলিউড মহলে এই বিতর্ক ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরপি/এসএন