বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। নানা অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে দলের অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। বরাবরের মতো এবারও বিতর্ক সঙ্গী করেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। আজ (শুক্রবার) উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে রাত পৌনে ৮টায়।
সিলেট পর্বের লড়াই শেষে কারাভান যাবে চট্টগ্রামে, আর সেখান থেকে ফেরত আসবে টুর্নামেন্টের হৃদয়স্থল ঢাকাতে। তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট-বলের লড়াই। প্লে-অফের সূচিও চূড়ান্ত। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। সবমিলিয়ে কোথায়, কখন হতে যাচ্ছে বিপিএলের ম্যাচ-দেখে নেওয়া যাক এক পলকেই।
বিপিএলের সূচি:
সিলেট পর্ব
২৬ ডিসেম্বর, ২০২৫: সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, বিকাল ৩টা
২৬ ডিসেম্বর, ২০২৫: নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস, সিলেট, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
২৭ ডিসেম্বর, ২০২৫: ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, দুপুর ১টা
২৭ ডিসেম্বর, ২০২৫: সিলেট টাইটান্স–নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর, ২০২৫: রংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ১টা
২৯ ডিসেম্বর, ২০২৫: রাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর, ২০২৫: সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ১টা
৩০ ডিসেম্বর, ২০২৫: ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৬টা
১ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স–ঢাকা ক্যাপিটালস, সিলেট, দুপুর ১টা
১ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ২টা
২ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স–রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম পর্ব
৫ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, দুপুর ১টা
৫ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটান্স, চট্টগ্রাম, দুপুর ১টা
৬ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স–রংপুর রাইডার্স, চট্টগ্রাম, দুপুর ১টা
৮ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম, দুপুর ২টা
৯ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটান্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম, দুপুর ১টা
১১ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্স, চট্টগ্রাম, দুপুর ১টা
১২ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা, দুপুর ১টা
১৫ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটান্স, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা, দুপুর ২টা
১৬ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটান্স, ঢাকা, সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস, ঢাকা, দুপুর ১টা
১৭ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্স, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি, ২০২৬: এলিমিনেটর, ঢাকা, দুপুর ১টা
১৯ জানুয়ারি, ২০২৬: প্রথম কোয়ালিফায়ার, ঢাকা, সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি, ২০২৬: দ্বিতীয় কোয়ালিফায়ার, ঢাকা, সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি, ২০২৬: ফাইনাল, ঢাকা, সন্ধ্যা ৭টা
আরআই/এসএন