বছরের শেষ প্রান্তে টলিপাড়ায় বড় রাজনৈতিক চাঞ্চল্য। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবির ছেড়ে শাসকদলে যোগ দিচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পার্নোর যোগদান অনুষ্ঠিত হবে।
টলিপাড়ায় ইতিমধ্যেই এই খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পার্নোর সিদ্ধান্তকে ইন্ডাস্ট্রির বিভিন্ন মহল ইতিবাচক হিসেবে দেখছে। জানা গেছে, বিরোধী শিবির এখনও বাংলায় নিজেদের কৌশল ঠিক করতে পারেনি, সেই সুযোগ কাজে লাগিয়ে পার্নো এই পদক্ষেপ নিলেন।
পার্নোর অভিনয়জীবন ২০০৭ সালে শুরু। ছোটপর্দার ধারাবাহিক ‘খেলা’-র মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও বড়পর্দার সঙ্গে পরিচিতি আসে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার মাধ্যমে। পরবর্তী সময়ে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’ ও ‘অঙ্ক কী কঠিন’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১৯ সালে পার্নো বিজেপিতে যোগদান করেছিলেন এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে প্রার্থী ছিলেন। তাতে তাপস রায়ের কাছে পরাজিত হয়েছিলেন।
নির্বাচনের আগে শাসকদলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উদ্যাপনে অংশ নেওয়া ‘নৌকাবিহার’ পার্টিও তখন টলিপাড়া ও রাজনীতিতে আলোচনার বিষয় হয়েছিল। পার্নোর এই পদক্ষেপ নতুন রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে, এবং বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের শক্তি আরও বাড়াতে সহায়ক হতে পারে।
আরপি/এসএন