বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৪১ হাজার ৯৫০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৭ লাখ ৫৫ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের আবেদন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩৪ হাজারের বেশি ভোটারই হলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি।
শীর্ষ দেশগুলোর তালিকায় বিদেশি ভোটারদের সংখ্যার দিক থেকে মালয়েশিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় থাকা দেশগুলো হলো সৌদি আরব ১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন, কাতার ৫৮ হাজার ১২৩ জন, ওমান ৪৪ হাজার ২৩৫ জন, মালয়েশিয়া ৪১ হাজার ৯৫০ জন, সংযুক্ত আরব আমিরাত ৩০ হাজার ৭৭৩ জন। এছাড়া সিঙ্গাপুর, ইতালি, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চালু হওয়া এই ‘হাইব্রিড পোস্টাল ভোটিং সিস্টেম’ প্রবাসীদের জন্য ভোট দেয়া সহজ করে দিয়েছে। মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যোগ্য ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।
নির্বাচনী ইতিহাসে এটিই প্রথমবার যেখানে ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে একটি কার্যকর সিস্টেম চালু করা হয়েছে। এই প্রক্রিয়ায় শুধু প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকুরিজীবী, নির্বাচন কর্মী এবং কারাবন্দীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই সুযোগকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই ব্যবস্থার ফলে জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতের প্রতিফলন আরও জোরালো হবে।
আরপি/এসএন