পেসারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট। দিনশেষে ৪২ রানের লিড অস্ট্রেলিয়ার। আগে ব্যাট করে ১৫২ রানে অলআউট হয় অজিরা। ধ্বস নামে ইংল্যান্ডের ইনিংসেও। অজিদের চেয়ে ৪২ রান পিছিয়ে থেকে ১১০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে'তে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড।
অ্যাশেজের প্রথম দিনে ২০ উইকেট পড়ার এমন ঘটনা এর আগে দেখা গিয়েছিল ১৯০১ সালে। সেবার মেলবোর্নে একদিনে সর্বোচ্চ উইকেট পড়েছে ২৫টি। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার মধ্যে সেই টেস্টের ১২৪ বছর পর এবার টেস্টের প্রথম দিনে কমপক্ষে ২০ উইকেট পড়তে দেখা গেল।
দিনের শুরুতে দুই ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন আর জশ টাংয়ের দাপুটে বোলিংয়ে দ্রুতই টপ অর্ডার ধ্বসে যায় অজিদের। হেড, ওয়েদারল্যান্ড, লাবুশেন, স্মিথরা দাঁড়াতে পারেননি কেউই।
উসমান খাজার ২৯ রানের পর মাইকেল নেসার করেন ইংনিস সেরা ৩৫ রান। অ্যালেক্স ক্যারি আর ক্যামেরন গ্রীনও ফেরেন ২০ ও ১৭ রান করে। দেড়শ পেরিয়েই থেমে যায় অজিদের প্রথম ইনিংস। ইংলিশদের পক্ষে একাই ৫ উইকেট নেন টাং।
ব্যাট হাতে একই ছবি ইংল্যান্ডেরও। ১৬ রানের মাঝেই ফিরে যান ইংলিশ ৪ টপ অর্ডার। মিডল অর্ডারে হ্যারি ব্রুকের ৪১ রান আর বেন স্টোকস করেন ১৬ রান। শেষ দিকে গাস অ্যাটকিনসনের ২৮ রানের ইনিংসে শতরান পেরোয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪২ রানের লিড পায় স্বাগতিকরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন বোলান্ড ও হেড।
এসকে/টিকে