হৃতিক রোশন শুধু অভিনয় দিয়েই বলিউডে প্রতিভার স্বাক্ষর রাখেনি। তার ভিন্নমাত্রার নাচ তাকে করেছে ইন্ডাস্ট্রির ড্যান্স আইকন। তার হিপ-হপ, ফ্রি-স্টাইল, মিক্সড স্টাইল, দ্রুত ফুটওয়ার্কের ড্যান্স ইন্ডাস্ট্রিতে নাচের মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবার দুই ছেলের সাথে নেচে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে হৃতিক।
সম্প্রতি হৃত্বিক রোশন তার চাচাতো ভাই ইশান রোশনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তার দুই ছেলে হৃহান ও হৃদানকে নিয়ে। বিয়ের অনুষ্ঠান হবে আর হৃত্বিক তার অসাধারণ নাচের স্টেপ দিয়ে জাদু ছড়াবে না তা হতে পারেনা। তবে সবাইকে অবাক করে দিয়ে তার দুই ছেলেকে নিয়ে বিয়ের মঞ্চ মাতালেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হৃত্বিক তার দুই ছেলে হৃহান ও হৃদানকে নিয়ে ড্যান্স পারমরম্যান্সে মেতে উঠেছেন। সঙ্গে ছিলেন প্রেমিকা সাবা আজাদ, তার ভাগ্নি সুরানিকা সোনি এবং চাচাতো বোন পশমিনা রোশন।
১৯৯৯ সালের সুখবীরের জনপ্রিয় গান ‘ইশক তেরা তারপাভে’র তালে তাদের অসাধারণ পারফরম্যান্সটি করেন। অনুষ্ঠানে হৃত্বিকের পরনে ছিল কালো পোশাক, হৃহান ছিলেন সাদা ঐতিহ্যবাহী পোশাকে আর হৃদান বাবার মতোই কালো পোশাকে মিল রেখেছিলেন।
নাচের ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের উচ্ছ্বাসে ভরা বার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এক ভক্ত লেখেন, হৃত্বিকের সন্তানরা উত্তরাধিকার সূত্রে সেরা গুণগুলোই পেয়েছে। আরেকজন লেখেন, ‘রোশন ব্রাদার্স শুধু নাচে না, মঞ্চ কাঁপিয়ে দেয়।’
অসাধারণ শারীরিক গঠন, মুখাবয়ব, নিখুঁত নাচ এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য হৃতিককে ইন্ডাস্ট্রিতে ‘গ্রিক গড অফ বলিউড’ বলা হয়।
উল্লেখ্য, হৃতিক ও সুজান খানের দুই ছেলে হৃহান ও হৃদান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২২ সাল থেকে অভিনেত্রী সাবার সাথে প্রেমের সম্পর্কে আছেন হৃতিক।
আরআই/এসএন