দিব্যা ভারতীর মৃত্যুর আগে জীবনে ঘটে যাওয়া নাটকীয় ঘটনা

ক্ষণজন্মা বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী খ্যাতির উচ্চশিখরে থাকাবস্থায় আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল সিনেমা জগত। মাত্র ১৯ বছর বয়সে নাকি জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে পাঁচতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন তিনি।

৩২ বছরেও অমীমাংসিত যে রহস্যময় মৃত্যু হাজার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। তার অসমাপ্ত সিনেমা আর এমন এক রহস্য, যা তিন দশকের বেশি সময় পেরিয়েও খোলাসা হয়নি। বহু উত্থান-পতনের সাক্ষী বলিউড। কিন্তু দিব্যা ভারতীর মৃত্যু শিউরে ওঠার মতো ঘটনা খুব কমই আছে।



নব্বইয়ের দশকের শুরু, মুম্বাই বিস্ফোরণের ধাক্কা কাটিয়ে যখন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই দিব্যার আবির্ভাব যেন এক টুকরো তাজা হাওয়া। তরুণ, নির্ভীক ও অসম্ভব জনপ্রিয়—রাতারাতি তারকা বনে যান দিব্যা ভারতী। কেউ কল্পনাও করেননি, এত ঝলমলে যাত্রা আর দ্রুত ও মর্মান্তিকভাবে থেমে যাওয়া, অবিশ্বাস্য ঘটনারই জন্ম দিয়েছে।

দিব্যার ব্যক্তিগত জীবন ছিল অনেক জটিল। উজ্জ্বল হাসি আর ঠাসা শিডিউলের আড়ালে তিনি গোপনে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। সম্প্রতি একটি গণমাধ্যম এমন খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসলাম ধর্মগ্রহণ করে নাম বদলে রাখেন সানা। এ বিয়ে ইন্ডাস্ট্রি থেকে আড়ালেই রাখা হয়েছিল, আর অচিরেই নানা গুঞ্জন ছড়াতে থাকে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনগুলোয় দাবি করা হয়, চরম চাপের মধ্যে ছিলেন দিব্যা ভারতী। একদিকে উড়ন্ত ক্যারিয়ার, অন্যদিকে গোপন দাম্পত্য আর মানসিক টানাপোড়েন।

বলা হয়, সাজিদের পরিবার নাকি সম্পর্কটি পুরোপুরি মেনে নেয়নি, যা তার দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। তবে সাজিদ নাদিয়াদওয়ালা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

১৯৯২ সালে ‘বিশ্বত্মা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও ‘সাত সমুদ্দুর পার’ গানটি দিব্যা ভারতীকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এরপর একের পর এক সিনেমা তাকে সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা হিসাবে পরিণত করে। মাত্র ১৮ বছর বয়সে এক বছরে ১২টির বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন দিব্যা ভারতী, যা একটি রেকর্ড, যা আজও অক্ষত রয়েছে। প্রযোজকরা তাকে চাইতেন, পরিচালকরা বিশ্বাস রাখতেন এবং দর্শকরা মুগ্ধ হতেন তার নিষ্পাপ আকর্ষণে। তিনি সর্বত্র এবং মনে হচ্ছিল, তিনি দীর্ঘদিনই থাকবেন।

উল্লেখ্য, অভিনেত্রী দিব্যা ভারতী ১৯৯৩ সালের ৫ এপ্রিল রাতে মুম্বাইয়ের ভার্সোভার বাড়িতে তার স্বামী ও ডিজাইনার নীতালুল্লার সঙ্গে ছিলেন। সেদিন তিনি মদপান করেছিলেন এবং স্বাভাবিকভাবেই গল্পগুজব চলছিল। এমন সময় অভিনেত্রী জানালার দিকে যান। ফ্ল্যাটটিতে কোনো সেফটি গ্রিল না থাকায় জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে পাঁচতলা থেকে নিচের পার্কিং এলাকায় পড়ে যান। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। 

আরআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বক্সিং ডে টেস্টে এমসিজিতে সর্বোচ্চ দর্শকের রেকর্ড Dec 26, 2025
img
দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ বিএনপির Dec 26, 2025
img
ইয়েমেনে বিমান হামলা চালাল সৌদি আরব Dec 26, 2025
img
ভারতীয় মিডিয়ার তারেক রহমানের বক্তব্য নিয়ে অপপ্রচার Dec 26, 2025
img
ঘন কুয়াশায় লঞ্চ না চালানোর নির্দেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের Dec 26, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে মসজিদে দোয়া অনুষ্ঠিত Dec 26, 2025
img
মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিল নাইজার Dec 26, 2025
img
ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ Dec 26, 2025
img

নুরুল হাসান সোহান

এমন কিছু করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয় Dec 26, 2025
img
বোলারদের তাণ্ডবে মেলবোর্নে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লো স্কোর থ্রিল Dec 26, 2025
img
ইমন ঝড়ে রাজশাহীকে বড় লক্ষ্য দিলো সিলেট Dec 26, 2025
img
ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’ Dec 26, 2025
img
উপদেষ্টারা শাহবাগে না আসা পর্যন্ত স্থান ছাড়ব না : জাবের Dec 26, 2025
img
১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান Dec 26, 2025
img
এবার তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করল তেহরান Dec 26, 2025
img
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি Dec 26, 2025
img
গানম্যান নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আখতার হোসেনের Dec 26, 2025
img
শিবিরকে মোকাবেলায় ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে : গোলাম পরওয়ার Dec 26, 2025
img
‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগানে উত্তাল শাহবাগ Dec 26, 2025
img
ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি কীভাবে নির্বাচিত হন Dec 26, 2025