প্রতিবছর ‘বড়দিন’ মানেই এক উৎসব, আনন্দ, ঝলমলে আলোর পরিবেশ। বলিউড তারকারা প্রতিবার এই বিশেষ দিনটিকে ভিন্ন সাজসজ্জা ও আয়োজনের মাধ্যমে রঙিন করে তোলে। এবারও নজরে আসে তাদের উৎসবমুখর এই দিনের এক ঝলক।
আলিয়া ভাট্ট এ বছর বড়দিন উদ্যাপন করেছেন তাদের নতুন বাড়ি ‘বাস্তু’তে। প্রতি বছরই আলিয়া নিজের বাড়িতে বড়দিনে বিশেষ ভোজের আয়োজন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সঙ্গে ছিলেন রণবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর, ননদ ও ননদের মেয়ে। যদিও এ বছর আলিয়ার বড়দিনের ছবিতে অনুপস্থিত বাবা মহেশ ভাট্ট, মা সোনি রাজদান ও বোন শাহীন ভাট্ট।
‘বাস্তু’ বাড়িতে আলিয়ার বড়দিন উদযাপন
ক্যাটরিনা কাইফ মা হওয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে আসলেন বড়দিন উদযাপনের ছবি দিয়ে। ভিকি কৌশল ও ক্যাটরিনার কাছে এ বছরের ক্রিসমাস বিশেষ কারণ সঙ্গে আছে তাদের পুত্র সন্তান।
ইনস্টাগ্রামে ছবিতে দেখা যায়, ক্যাটরিনা লাল পোশাকে স্বামী ভিকি কৌশল, দেবর সানি কৌশল, তার ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সাথে হাস্যোজ্জ্বলভাবে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে আছেন। সকলেই লাল-সাদা সান্তা টুপি পরে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।
ক্যাটরিনা কাইফের বড়দিন
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার বড়দিন কাটিয়েছেন ভিন্নভাবে। ‘সিক্রেট সান্তা’ সেজে রকমারি উপহার বিলিয়ে দিলেন পথশিশুদের মাঝে। কারও হাতে তুলে দিলেন ফুল, কারও হাতে চকোলেট। উপহার দেয়ার পাশাপাশি পথশিশুদের সঙ্গে খোশগল্পেও মেতে ওঠেন তিনি।
বড়দিনে পথশিশুদের সাথে জ্যাকুলিন ফার্নান্দেজ
কারিনা কাপুর খান বড়দিনে স্বামী সাইফ আলি খান, দুই পুত্র ও সাইফের বোন সোহা আলী খানকে নিয়ে রয়েছেন হরিয়ানায় তাদের পতৌদী প্যালেসে। ছবিতে সাদামাটা পারিবারিক আয়োজন দেখা গেলেও কারিনার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর মেতে আছে আনন্দে।
সাইফের সাথে কারিনা কাপুরের বড়দিন
চলতি বছরেই অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেম ভাঙে তামান্না ভাটিয়ার। তবে একাকী এই জীবনে থেমে নেই তামান্নার বড়দিন উদযাপন। উষ্ঞ লাল রঙয়ের পোশাকে, বাহারি সব গয়নায় মেলে ধরলেন নিজেকে। সাথে পুরো বাড়িকে সাজিয়েছেন আলোকসজ্জায়।
তামান্না ভাটিয়া
এদিকে সোনাক্ষী সিনহা বিয়ের পর থেকেই সব উৎসব বাড়তি আকর্ষন নিয়েই উদযাপন করে থাকেন। বড়দিনেও স্বামী জাহির ইকবালের সঙ্গে আনন্দে মেতে উঠলেন তিনি। তার পরনের সাদা পোশাক ও জাহির ইকবালের লাল জ্যাকেটের ছবিতে ফুটে ওঠে উষ্ঞতায় ভরা ক্রিসমাসের দিন।
সোনাক্ষী ও জাহির ইকবালের উদযাপন
তারকারা প্রতিবছর তাদের বড়দিনের উদযাপনের ছবি দিয়ে অনুরাগীদের মাঝে আনন্দ ভাগ করে নেয়। তাদের ঝলমলে আনন্দমুখর দিনের ঝলক দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত হয় ।
আরআই/এসএন