নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ নিয়ে আসছে বড় চমক। শোনা যাচ্ছে, সিনেমাটিতে একাধিক বড় তারকার ক্যামিও নিয়ে বৃহৎ পরিকল্পনা করছেন নির্মাতা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী জানালেন, ‘জেলার ২’ ছবিতে একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও শাহরুখ খানকে।
সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগামী কাজ নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, “আমার পরের ছবি ‘জেলার ২’। সেখানে সবাই আমার বিপক্ষে। অর্থাৎ রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণন, শিবরাজকুমার-সবাই আমার বিপরীতে।”
এই মন্তব্য থেকেই স্পষ্ট, শুধু শাহরুখ খানের উপস্থিতিই নয়, সিনেমাটিতে মিঠুন নিজেও থাকছেন নেতিবাচক চরিত্রে।
অনেকেই বলছেন, ‘জেলার ২’ সিনেমার কাজ করলে এটি হবে রজনীকান্ত-শাহরুখের প্রথম সিনেমা। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ২০১১ সালে ‘রা. ওয়ান’– সিনেমায় রজনীকান্তের ‘চিট্টি’ চরিত্রের উপস্থিতিই তাঁদের একসঙ্গে কাজ ছিল। তবে অভিনেতা সুরেশ মেনন সম্প্রতি জানিয়েছেন, সেটি আদতে রজনীকান্ত ছিলেন না।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখ ‘লুঙ্গি ড্যান্স’ গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন, কিন্তু এবারই প্রথমবার বাস্তবে একই ছবিতে দেখা যাবে এই দুই মহাতারকাকে।
স্যাকনিল্কের মতে, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার বাজেট ছিল ২০০ কোটি। এটি ছিল অন্যতম ব্লকবাস্টার সিনেমা, যা ভারতে ৩৪৮ কোটি এবং বিশ্বব্যাপী ৬০৪ কোটি রুপি আয় করে।
সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন রম্যা কৃষ্ণন, ভিনায়কান, তামান্না ভাটিয়া, সুনীল, যোগী বাবু প্রমুখ। ক্যামিওতে ছিলেন মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফ। সিক্যুয়েলেও মোহনলাল ও শিবরাজকুমার তাঁদের চরিত্রে ফিরছেন বলে জানা গেছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
এসকে/টিকে