নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোড করা হবে আগামী রোববার। এর মাধ্যমে সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই বইগুলো পড়তে পারবে।
এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়তে পারবে। আগামী ২৮ ডিসেম্বর থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ওয়েবসাইটে www.nctb.gov.bd-এ সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন পাঠ্যপুস্তকের মোট ৬৪৭টি বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাবে।
এ উপলক্ষে এনসিটিবি কর্তৃপক্ষ আগামী ২৮ ডিসেম্বর ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোডকরণ' এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।
এমআর/টিকে