বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। বিশেষ এই দিনেই ছিল অভিনেতার জন্মদিন। সিনেমা মুক্তির ব্যস্ততা কাটিয়ে জন্মদিনের সন্ধ্যায় প্রিয় মানুষ রুক্মিণী মৈত্রের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দেবকে।
জন্মদিনের মুহূর্তের কিছু ছবি শুক্রবার সামাজিক মাধ্যমে শেয়ার করেন রুক্মিণী।কালো পোশাকে দেবের পাশে দেখা যায় তাঁকে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুই ভালোবাসা। সূর্য, পৃথিবী, চন্দ্র—সবকিছু ছুঁতে পারো। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা।”
তবে জন্মদিনে দেবকে রুক্মিণী কী উপহার দিয়েছেন, তা প্রকাশ্যে আনেননি দু’জনের কেউই।
বিষয়টি জানতে চাইলে দেব বলেন, “সবটাই কি বলতে হবে? এটা না হয় গোপন থাক।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিণী। একসঙ্গে বহু অনুষ্ঠানে উপস্থিত হলেও বিয়ে নিয়ে এখনও স্পষ্ট কোনও মন্তব্য করেননি এই তারকা জুটি।
দেব জানিয়েছেন, সঠিক সময় এলে তিনি অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নেবেন—এ বিষয়ে রুক্মিণীর মতও একই।
২০১৭ সাল থেকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও রুক্মিণী। তবে সিনেমার চেয়েও বাস্তব জীবনের রসায়নেই দর্শকদের আগ্রহ বেশি বলে মনে করছেন টলিপাড়ার অনেকে।
এসকে/টিকে