বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। প্রথমবার অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে খেলতে গিয়ে দারুণ বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে উঠেছেন এই তরুণ লেগ স্পিনার। পার্থ স্কর্চার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক টিম ডেভিড প্রশংসায় ভাসালেন রিশাদকে।
বিপিএলে খেলছেন না রিশাদ। বিগ ব্যাশেই খেলে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ায় খেলা ছিল রিশাদের। পার্থে এদিন ৩ উইকেট নিয়ে স্বাগতিক দলের বিপক্ষে হোবার্টের জয়ে তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
কুপার কনোলি ও অ্যারন হার্ডিকে দ্রুত বিদায় করার পর লরি ইভান্সের ঝড় থামান রিশাদ। চার ওভারের ৩৩ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।
হোবার্টের হয়ে চার ম্যাচে তার উইকেট হলো ৬টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনজন বোলার। ওভার প্রতি সাড়ে সাত করে রান দিয়েছেন রিশাদ, স্ট্রাইক রেট ১৪, গড় ১৭.৫০। তার পারফরম্যান্সে মুগ্ধ ম্যাচ সেরা ডেভিড।
“অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে এসে রিশাদ কতটা ভালো করছে, সেটা আমরা দেখছি। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার। স্ট্রেটে ছোট বাউন্ডারি থাকলেও, তাকে অনায়াসে বোলিংয়ে আনা যায়, কারণ সে মেধাবী। সে বিশেষ কিছু গুণ আছে।”
৪ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে হোবার্ট।
এমআর/টিকে