২০২৫ সালের 'বিলবোর্ড কে-পপ আটিস্ট ১০০' তালিকায় শীর্ষ স্থান দখল করেছে সেভেনটিন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে তালিকাটি প্রকাশ করে বিলবোর্ড। তালিকায় সেভেনটিনের ১৩ সদস্য শীর্ষ ১৩টি স্থানে জায়গা পেয়েছে।
বিলবোর্ড জানিয়েছে, শীর্ষে আছে সেভেনটিন এবং এর ১৩ সদস্য। তারা কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ধারাবাহিক পারফরম্যান্স করেছে। সেভেনটির দশ বছরের ক্যারিয়ারে এ বছর নতুন উচ্চতায় পৌঁছেছে।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সেভেনটিন তাদের নতুন ট্যুরে ৯ লাখ ৬৪ হাজার টিকিট বিক্রি করেছে, যা বিলবোর্ডের ট্যুরস তালিকায় ১৭তম স্থান অর্জন করেছে। এটি কে-পপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ব্যান্ডটি ফেব্রুয়ারিতে পুনরায় ট্যুর শুরু করবে এবং এশিয়ার চারটি স্টেডিয়ামে পারফর্ম করবে।
আরআই/টিএ