পৌষের শীতে কাঁপছে গোটা দেশ। শীতের প্রভাব পড়েছে রাজধানী শহর ঢাকাতেও। পৌষের দ্বিতীয় সপ্তাহে আজ শনিবার ঘন কুয়াশার চাদরে আবৃত রয়েছে রাজধানী শহর। তীব্র শীত ও কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
বিশেষ করে তীব্র ভোগান্তিতে পড়েছেন রাজধানীর ছিন্নমূল মানুষেরা।
রাজধানীর ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও উড়ালসড়কের নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন। এছাড়া সকালে নানা কাজে যাদের বাসা থেকে বের হতে হয়েছে, তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়া বিভাগের তথ্য বলছে, দেশের কয়েকটি এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরো কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ।