ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে আজ হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল ও আইরিন খাতুন। অর্পিতার ৮ গোল ও আইরিনের ৬ গোলের উপর ভর করে বিকেএসপি (জোন ৫) ১৮-০ গোলে হারিয়েছে রাজশাহী ও রংপুরকে। এতে ম্যাচ সেরা হয়েছেন অর্পিতা।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে জোন-২ (ঢাকা ও ময়মনসিংহ) ১-১ গোলে ড্র করেছে জোন-৩-এর (খুলনা ও বরিশালের) সাথে। জোন ২-এর অপূর্বা আক্তার জান্নাতুল ও জোন ৩-এর প্রিয়া খাতুন গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন জোন ২-এর গোলরক্ষক সুমি আক্তার।
আরআই/টিএ