আজ, ২৭ ডিসেম্বর, বলিউড সুপারস্টার সালমান খান ৬০ বছরে পা দিলেন। ১৯৬৫ সালে জন্ম নেওয়া এই অভিনেতা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ‘ভাইজান’ নামেই বেশি পরিচিত। তিন দশকের বেশি সময়জুড়ে তার ক্যারিয়ারজুড়ে রয়েছে একের পর এক জনপ্রিয় ছবি ‘হাম আপকে হ্যায় কোন..!’, ‘দাবাং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’সহ আরও অনেক ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্র।
অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে সালমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায়ও তিনি সক্রিয়। তার প্রতিষ্ঠিত ‘বিইং হিউম্যান ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখে চলেছেন। জন্মদিনে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের এই তারকা।
এমকে/টিএ