রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের মিনিট বিশেক আগে অনুশীলন করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গে কাজ করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে হঠাৎই হার্ট অ্যাটাক করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে মাঠে সিপিআর দিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লম্বা সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেট কাজ করা জাকিকে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের আল হারামাইন হাসাপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় ঢাকার সহকারী কোচকে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।
বিপিএল মাঠে মাটিতে লুটিয়ে পড়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জাকি। তাঁর এমন মৃত্যু মানতে পারছেন না ক্রিকেটারসহ দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা।
খবরটা শুনে বিশ্বাস করতে পারছি না: শরিফুল
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো।
গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।
জাকির মৃত্যুতে শোকাহত ঢাকা ক্যাপিটালস
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।
তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
টিজে/টিএ