বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ৬০তম জন্মদিনের প্রাক্কালে সামাজিক ও বিনোদন মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা নিজেই এবং তার সঙ্গে সম্পর্কের নানা মুহূর্তের স্মৃতি। প্রতি বছরের মতো এবারও তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানালেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক প্রেমিকা ক্যাটরিনা কইফ।
সদ্য মা হওয়া ক্যাটরিনা এখন পুত্রসন্তানের পাশে থাকতেই বেশি সময় ব্যয় করছেন। সন্তানকে ছেড়ে কোথাও যাওয়া এখন তার জন্য প্রায় অসম্ভব। তবে, সালমানকে শুভেচ্ছা জানাতে তিনি কখনও দেরি করেননি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "টাইগার, টাইগার, টাইগার শুভ ৬০ বছরের জন্মদিন। তোমার মতো বড় মাপের মানুষের জন্য অনেকটা শুভেচ্ছা। তোমার প্রতিটা দিন ভালোবাসায়, আলোয় ভরে উঠুক।"
বলিউডে ক্যাটরিনা ও সালমানের সম্পর্কের ইতিহাস দীর্ঘ। এক সময় এই জুটি সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। যদিও বর্তমানে ক্যাটরিনা তার স্বামী ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন, এবং সালমানএখনও ‘সিঙ্গল’। গত কিছু বছর ধরে সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা পাঠানো ক্যাটরিনার রীতিটি অব্যাহত রয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে সালমানের পনবেলের খামারবাড়িতে রাতের বেলা তারকাদের ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিত ছিলেন সলমনের বর্তমান এবং প্রাক্তন বান্ধবীরা। ক্যাটরিনার অনুপস্থিতি যাই থাকুক, তার শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করল, বলিউডে সম্পর্ক ও বন্ধুত্বের গভীরতা কখনও কখনও দৃশ্যমান হয় পোস্ট এবং বার্তার মাধ্যমে।
আরপি/টিকে