ক্রিকেটাদের জয়ের জন্য তৈরি করেছিলেন মাহবুব আলী জ্যাকি। শিষ্যরা সেই জয় এনে দিলেন, কিন্তু তা দেখে যেতে পারলেন না ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। ম্যাচ শুরু হওয়ার আগেই যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মাহবুবকে আর বাঁচানো যায়নি।
নিজ চোখে দেখতে না পারলেও জয় তাকেই উৎসর্গ করেছে ঢাকা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজেদের বিপিএল শুরুর দিনে কোচ মাহবুবকে হারানো দলের জন্য অপূরণীয় ক্ষতির বলে জানিয়েছেন মিঠুন। ঢাকার অধিনায়ক বলেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জ্যাকি স্যার আমাদের বাবার মতো আগলে রাখতেন। তার চলে যাওয়া ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। অবশ্যই প্রতিটি ম্যাচে আমরা যখন পরিকল্পনা সাজাই, আমরা জিততে চাই। বিশেষ করে এই জয়টি আমরা জাকি স্যারকে উৎসর্গ করতে চাই। দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
ম্যাচসেরা ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিং ও শেষ দিকে সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা। প্রথমে ব্যাট করে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। তাড়া করতে নেমে আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ ৪৫ ও সাব্বিরের ১০ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা। তাতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার সুযোগ পেলেও মুহূর্তটা উপভোগ করা হচ্ছে না নাসির হোসেন-সাব্বিরদের।
প্রয়াত কোচের প্রথম জানাজা সিলেট স্টেডিয়ামেই হয়। হাসপাতাল থেকে মাহবুবের মরদেহ স্টেডিয়ামে আনা হলে ৫৯ বছর বয়সী কোচের জানাজায় অংশ নেন ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কোচ হিসেবে যোগ দেওয়া মাহবুব ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ ছিলেন।
এবি/টিকে