মাঠ থেকেই জাকিকে বিদায় দিলো বিসিবি

বিদায়টা হয়তো এমনভাবে হলেই সবচেয়ে খুশি হতেন মাহবুব আলী জাকি! ৫৯ বছরের জীবনে অর্ধেকের বেশি সময় মাঠেই কাটিয়েছেন কুমিল্লার সাবেক এই পেসার। সেই মাঠ থেকেই এবার বিদায় নিলেন। সদ্য প্রয়াত ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকির প্রথম জানাজা অনুষ্ঠিত হলো স্টেডিয়ামের মধ্যেই।

ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের আগে হার্ট অ্যাটাক করেন জাকি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলেও নেয়ার পথেই মারা যান তিনি। সিলেটে আল হারমাইন হাসপাতালের চিকিৎসকরা দুপুর ১টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৪টায় অ্যাম্বুলেন্সে জাকির লাশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফেরত নিয়ে আসা হয়। ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় মাঠের একপাশে অনুষ্ঠিত হয় জাকির জানাজা।

জানাজার সময় উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুসহ বেশ কয়েকজন বিসিবি পরিচালক। ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড়দের পাশাপাশি পরের ম্যাচে মাঠে নামতে যাওয়া সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিসিবির স্টাফ এবং গণমাধ্যমকর্মীরাও। জানাজার আগে বিসিবির পক্ষ থেকে সভাপতি বুলবুল জাকির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান।

সিলেট থেকে জাকির পরিবারের হস্তক্ষেপে আজই তার লাশ কুমিল্লায় নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। জাকির মৃত্যুতে বিসিবির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার সন্তানদের দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া রাজশাহীর বিপক্ষে নিজেদের জয় কোচের উদ্দেশে উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস।

আজ ঢাকা-রাজশাহী ম্যাচ শুরুর ২০ মিনিট আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে শিষ্যদের ফিল্ডিং ড্রিল করাচ্ছিলেন জাকি। তার কিছুক্ষণ আগে দলের পরিকল্পনা নিয়ে কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে তাকে। তখন পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তখন কে জানতো আর কয়েক মুহূর্তের জন্যই বেঁচে আছেন তিনি!

ফিল্ডিং ড্রিলের মধ্যে হঠাৎ করেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন জাকি। আকস্মিক এই ঘটনায় সেখানে উপস্থিত সবাই-ই একটু হতভম্ব হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ছুটে আসেন ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স দুই দলের ফিজিও। পূর্ব অভিজ্ঞতা থেকে তারা আন্দাজ করতে পারেন, হার্ট অ্যাটাক হয়েছে। তাই ৪-৫ মিনিটের মতো মাঠেই তাকে সিপিআর দেয়া হয়। কিন্তু সেখানে পালস না পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা ফ্র্যাঞ্চাইজির সূত্রমতে, মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে শ্বাস-প্রশ্বাস চলমান ছিল জাকির। তবে হাসপাতালে নেয়া পর্যন্ত আর জীবিত ছিলেন না। খুব দ্রুত সময়ের মধ্যে সিলেট আল হারমাইন হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।

জাতীয় দলে কখনও খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সময়ে পরিচিত মুখ ছিলেন জাকি। সাবেক এই পেসার কুমিল্লা জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও আবাহনী এবং ধানমন্ডির মতো ক্লাবে খেলেছেন তিনি।

ক্রিকেটীয় ক্যারিয়ার শেষে কোচিং পেশায় নিজেকে আত্মনিয়োগ করেন জাকি। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কোচ হিসেবে যোগদান করেন তিনি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আর্জেন্টিনায় ভূপৃষ্টে আঘাত হানল ভূমিকম্প Dec 27, 2025
img
মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণে মাঠে ভাঙচুরের হুমকি Dec 27, 2025
img
আওয়ামী লীগ সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রেসসচিব Dec 27, 2025
img
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর শামশাদ আখতার আর নেই Dec 27, 2025
img
মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা Dec 27, 2025
img
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম Dec 27, 2025
img
সুকেশের পরে নোরা ফাতেহির জীবনে নতুন প্রেমের আগমন! Dec 27, 2025
img
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা Dec 27, 2025
img
চট্টগ্রাম-১০ নয়, অন্য যে আসন থেকে লড়বেন আমীর খসরু Dec 27, 2025
img
কোচ জাকিরের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস Dec 27, 2025
img
স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন এনসিপির তাসনিম জারা Dec 27, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের পাশের দেশ ভারত Dec 27, 2025
img
কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না: মিষ্টি জান্নাত Dec 27, 2025
img
সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল বিএনপি Dec 27, 2025
img
দেশের স্বার্থেই কোটি কোটি মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে: আব্দুস সালাম Dec 27, 2025
img
একসময় বাসন ধুতেন হোটেলে, এখন ১৪৯ কোটির মালিক! Dec 27, 2025
img
জিতেও মেলবোর্নের পিচের সমালোচনায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস Dec 27, 2025
img
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির Dec 27, 2025
img
পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি Dec 27, 2025
img
জাকির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্ত Dec 27, 2025