বলিউডে বহিরাগত হয়েও গত এক দশকে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন নোরা ফাতেহি। কখনও তাঁর নাচে মুগ্ধ হয়েছেন দর্শক, কখনও আবার বিতর্ক তাঁকে ঘিরে ধরেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও ব্যক্তিগত জীবন বরাবরই আগলে রেখেছেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে, নোরার জীবনে নাকি নতুন প্রেমের আগমন ঘটেছে।
এক সময় আর্থিক তছরুপের দায়ে জেলবন্দি শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম জড়ালেও বলিপাড়ার কোনও অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন কখনও শোনা যায়নি। কিন্তু এবার পরিস্থিতি নাকি বদলেছে। গুঞ্জন বলছে, এক ফুটবলারের প্রেমে পড়েছেন নোরা। আর সেই প্রেমের টানেই তিনি পাড়ি দিয়েছেন আফ্রিকার দিকে।
কানাডায় জন্ম হলেও নোরার পরিবার মরোক্কোয় বসবাস করে। বছরশেষে সেখানে যাওয়ার খবর প্রথমে পারিবারিক সফর বলেই মনে করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এই সফরের নেপথ্যে রয়েছে অন্য এক গল্প। মরোক্কোরই এক ফুটবলারের সঙ্গে নোরার ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে। এর আগেও দুবাইয়ে একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।
২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আফ্রিকা কাপ প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নোরার কথিত প্রেমিক ফুটবলার। তাই প্রশ্ন উঠছে, প্রিয় মানুষকে সমর্থন জানাতেই কি স্টেডিয়ামে হাজির থাকবেন অভিনেত্রী?
সম্প্রতি মুম্বইয়ে পথদুর্ঘটনায় আহত হয়েছিলেন নোরা। মাথায় চোট পেলেও কাজ ও ব্যক্তিগত জীবন দুটিই সামলে এগিয়ে চলেছেন তিনি। নতুন প্রেমের এই গুঞ্জন সত্যি হলে, নোরার জীবনে যে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তা বলাই যায়। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নোরা নিজে কোনও মন্তব্য করেননি।
আরপি/টিকে