পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশে প্রায় চার কোটি বেকার যুবককে কেবল চাকরির মাধ্যমে কর্মসংস্থানে আনা সম্ভব নয়। বর্তমান বাস্তবতায় চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনই হতে পারে টেকসই সমাধান। কারিগরি শিক্ষার বিকল্প নেই।
শনিবার (২৭ ডিসেম্বর) গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত একটি চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুপ্রদীপ চাকমা বলেন, শুধু চাকরির বেতনের ওপর নির্ভর করে বর্তমান সময়ের ব্যয়বহুল জীবনে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে উঠছে। তাই তরুণ সমাজকে চাকরির পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করলে আয়ের সুযোগ বৃদ্ধি পায় এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
তিনি আরও বলেন, ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। প্রতিযোগিতামূলক চাকরি বাজারে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক মো. আলম হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (নর্থ ক্রাইম) মো. রবিউল ইসলাম।
চাকরি মেলায় দেশের শীর্ষস্থানীয় ১৯টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্ট্যান্ডার গ্রুপ, মন্ডল গ্রুপ ও প্রাণ গ্রুপ। মেলার মাধ্যমে প্রায় দুই শতাধিক চাকরিপ্রত্যাশীকে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেওয়া হয়।
আরপি/টিকে