এবার নিজের দলে যোগ দিতে যোগ্য নেতাদের আহ্বান জানালেন তৃণমূল এনসিপির আহ্বায়ক মুনতাসির মাহমুদ। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
মুনতাসির তার পোস্টে বলেন, ‘তৃণমূল এনসিপিতে স্বাগতম। যোগ্য প্রার্থীদের সব খরচসহ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রসঙ্গত, মুনতাসির মাহমুদ এর আগে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ছিলেন। তারও আগে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এসএস/টিএ