বলিউডের অন্যতম ভার্সেটাইল এবং শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, যাঁর জীবনকাহিনি হার না মানা এক রূপকথার মতো, তিনি নিজের সংগ্রামের কথা বলে সমালোচকদের কড়া জবাব দিলেন। প্রথাগত 'হিরো'-সুলভ চেহারা বা গডফাদার না থাকায় একসময় তাঁকেও অজস্র অপমান সইতে হয়েছিল।
নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, "সবাই বলেছিল, এ ছেলে অভিনেতা হতে পারবে না। কিন্তু আমি প্রমাণ করেছি, অসম্ভব বলে কিছু হয় না।"
একসময় সামান্য ওয়াচম্যানের চাকরি করা নওয়াজকে দেখে অনেকেই বলেছিলেন, তাঁর দ্বারা অভিনয় হবে না। কিন্তু নিজের প্রতিভা আর অদম্য জেদ দিয়ে তিনি সেই সব নেতিবাচক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করেছেন। চেহারা বা ব্যাকগ্রাউন্ড নয়, বরং দক্ষতাই যে শেষ কথা—তা তিনি নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। যারা স্বপ্ন দেখেও বাধার ভয়ে পিছিয়ে যান, তাঁদের জন্য নওয়াজের এই যাত্রা এক জীবন্ত অনুপ্রেরণা।
আইআর/টিএ