টেস্ট দলের তিনি অধিনায়ক। ওয়ানডে দলেও গুরুত্বপূর্ণ সদস্য। তবে একসময় তিন ফরম্যাটের অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এখন নেই টি-টোয়েন্টি দলে। বিপিএলে অবশ্য যে ছন্দে তিনি আছেন তাতে তাকে টি-টোয়েন্টি দলে নেওয়ার ভাবনা শুরু হতেই পারে নতুন করে।
সামনেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শান্তর অন্তর্ভুক্তি নিয়ে যত মাতামাতিই থাকুক, শান্ত এসব নিয়ে ভাবতেই নারাজ। তার সব মনোযোগ বিপিএলে।
'সত্যি বলতে আমি এই টুর্নামেন্ট উপভোগ করছি। সিলেকশন, বিশ্বকাপ এসব নিয়ে একদমই ভাবছি না কারণ এটা আমার পার্ট না। কীভাবে নিয়মিত রান করতে পারি ও দলে ভূমিকা রাখতে পারি সেটাই চেষ্টা করছি। যেটা কপালে আছে তো আছেই। আমার কাজ রান করা, সেই চেষ্টা করব। হলে আলহামদুলিল্লাহ, না হলে চেষ্টা করব কীভাবে কামব্যাক করতে পারি।'
বিপিএলের উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। যদিও পা মাটিতেই রাখতে চান এই তারকা, 'গতকালের ১০০ আলহামদুলিল্লাহ, তবে ওটা অতীত হয়ে গেছে। গতবছর দৌড়েছি ফিটনেসের কারণে, দরকার ছিল; ওটাও অতীত হয়ে গেছে। নতুন করে ব্যাটিং আবার শুরু করেছি এমন কিছু না। প্রতিদিন চেষ্টা করি অবদান রাখার, উন্নতি করার। এখনও চেষ্টা এটাই থাকবে।'
শান্ত আরও বলেন, 'অবশ্যই, এই ফরম্যাট একটু আলাদা। আমার জন্য প্রতিটি ফরম্যাটের আলাদা আলাদা প্রস্তুতি থাকে। এই ফরম্যাট খেলার আগে, এই টুর্নামেন্ট খেলার আগে ভালো করে প্রস্তুতি নিয়েছি। শুরুও ভালো হয়েছে। তবে ধারাবাহিকতা ইম্পরট্যান্ট। যতটা প্রস্তুতি নিয়েছি, আমার মনে হয় ভালো প্রিপারেশন নিয়েছি।'
আইআর/টিএ