বিপিএল ছাড়া বাংলাদেশের শীর্ষ পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয় আর একটিই- এনসিএল টি-টোয়েন্টি। সেই এনসিএল টি-টোয়েন্টির সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ, সেই দলের অধিনায়ক আবার আকবর আলী। অথচ বিপিএলে তিনি সুযোগ পাচ্ছেন না একাদশেই।
আকবরকে বিপিএল নিলাম থেকে কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। আকবরের পর মুশফিকুর রহিমকেও দলভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে রাজশাহী একাদশে নিয়েছে মুশফিককে, যিনি খেলছেনও ভালো। তবে নেই আকবর। মুশফিকের কারণেই কি আকবর পিছিয়ে গেলেন?

এমন প্রশ্নের জবাবে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'না, এমন কিছু না। আকবর ফিল্ডার হিসেবে খেলেছে যদি দেখেন। টিম কম্বিনেশনের কারণে সুযোগ হয়নি তার খেলার। পুরো দলের প্রত্যেকেই একাদশে থাকার মতো। এই জায়গায় ম্যানেজমেন্ট হেলদি কম্পিটিশন থাকে একাদশ সাজানোর সময়। আকবর এমন একজন ক্যারেক্টার যে সবসময় দলের কথা ভাবে। ও এভাবেই বড় হয়েছে। ও খুব ভালো অবস্থানে আছে। নিজেকে তৈরি রাখছে। যখনই সুযোগ পাবে দলে ইমপ্যাক্ট রাখতে পারবে।'
প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে লড়েছেন শান্তরা, সেই একই একাদশ ছিল দ্বিতীয় ম্যাচেও। যদিও ঢাকার কাছে হারের পর পরের ম্যাচের একাদশ নিয়ে আবারো বসতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। তার আগে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন শান্ত।
তিনি বলেন, 'খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। উইকেট আজ তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। তবে আরও কিছু রান বোর্ডে রাখলে হয়ত ম্যাচ ভিন্ন হতো। ব্যাটাররা সবাই চেষ্টা করেছে। আরেকটু ভালো খেলা গেলে ম্যাচ ভালো হতে পারত।'
'ব্যাটিং আরও ভালো করতে পারতাম, আপ টু দা মার্ক ছিল না। তবে আমাদের ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আছে। এবং বোর্ডে ভালোভাবে রান রাখতে পারব যা বোলাররা ডিফেন্ড করতে পারবে।'
আইআর/টিএ