ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ার আগেই নিশ্চিত করেছিল এমআই এমিরেটস। গতকাল (শনিবার) দুবাই ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তারা ২০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতল। এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সাকিব আল হাসান।
দুবাইকে ৮ উইকেটে ১২২ রানে থামাতে সর্বোচ্চ তিন উইকেট নেন এএম গজনফর। তবে কিপ্টে বোলিংয়ে চমৎকার ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ১১ রান দেন ১ উইকেট নিয়ে। পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই উইকেট পান তিনি। বাঁহাতি স্পিনার ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙেন নিজের প্রথম বলে। শায়ান জাহাঙ্গীরকে (১৭) থামান তিনি। প্রথম ওভারে মাত্র ২ রান দেন বাঁহাতি স্পিনার।
পরে টানা তিন ওভার বল করেন সাকিব, যথাক্রমে ৪, ১ ও ৪ রান দেন। মাঝে ড্যান মুসলি ও আরব গুল উইকেট নিলে চাপে পড়ে দুবাই। চার ওভারে সাকিব ডট দিয়েছেন অর্ধেকের বেশি বল, ১৫টি। দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবী সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন।
লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেটে ১২৬ রান করেন এমিরেটস। ৫৯ রানের মধ্যে দুই উইকেট পড়ার পর কিয়েরন পোলার্ডের ৩১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে জেতে তারা। মঙ্গলবার আবুধাবিতে শীর্ষ দল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলবে এমিরেটস।
এমআর/টিকে