ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আন্তর্জাতিক ক্রিকেটে আরো এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেন। এই কীর্তি গড়া নবম ব্যাটার হলেন রুট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫ রান করার মধ্য দিয়েই ২২ হাজার রানের ক্লাবে ঢোকেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
এখন পর্যন্ত ৩৮০টি আন্তর্জাতিক ম্যাচে রুটের রান ২২,০০০, গড় ৪৯.২১।
এই তালিকায় রুটের সামনে আছেন কেবল কিংবদন্তিরা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, রিকি পন্টিং, মাহেলা জয়বর্ধনে, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড় ও ব্রায়ান লারা।
চলতি অ্যাশেজে রুটের পারফরম্যান্স অবশ্য খুব ধারাবাহিক নয়। চার টেস্টে তার মোট রান ২৩৪।
তবে ব্রিসবেন টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির স্বাদ পান তিনি। ১৩৮ রানে অপরাজিত থেকে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচান।
এদিকে বক্সিং ডে টেস্টে নাটকীয় জয়ে সফরে প্রথম স্বস্তি পায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অলআউট করার পর ইংল্যান্ড থামে ১১০ রানে।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা করে ১৩২, ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান। শেষ পর্যন্ত হ্যারি ব্রুক ও জেমি স্মিথের দৃঢ়তায় চার উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
তবে এই জয়ে সিরিজ বাঁচেনি ইংল্যান্ডের। প্রথম তিন টেস্ট জিতে আগেই অ্যাশেজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। সিরিজের স্কোরলাইন এখন ৩-১, যদিও মেলবোর্নের জয় দিয়ে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের দীর্ঘদিনের টেস্ট খরা কিছুটা হলেও কাটল।
এমআর/টিকে