এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে রানের বন্যা বয়ে যায় কেপ টাউনের নিউল্যান্ডসে। দুই দলের মোট রান ওঠে ৪৪৯, ম্যাচজুড়ে ছক্কা হয় ২৫টি, চার ৪০টি। তবু দুর্দান্ত ফর্মে থাকা রায়ান রিকেলটনের ঝকঝকে সেঞ্চুরিও এমআই কেপটাউনকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত ডোরবান সুপার জায়ান্ট ১৫ রানে জয় তুলে নেয়।
মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও তৈরি হলো দারুণ এক গল্প। এমআই কেপ টাউনের ব্যাটার রিকেলটনের মারা একটি বিশাল ছক্কা একহাতে তালুবন্দি করে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক দর্শক।
নিউল্যান্ডসে ম্যাচ চলাকালীন রিকেলটনের একটি ছক্কা গ্যালারিতে গিয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা ওই দর্শক কোনো বাউন্স ছাড়াই একহাতে বলটি ধরেন।
এসএ২০ টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে একহাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র্যান্ড।
এই ক্যাচের সুবাদে ওই দর্শক জিতে নেন ২০ লাখ র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকার সমান। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি।
আরআই/টিএ