২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দলটি। ডাম্বুলায় অনুষ্ঠিতব্য এই সিরিজ শুরু হবে আগামী ৭ জানুয়ারি।
সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।
ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি তারকা ব্যাটার বাবর আজম ও পেসার শাহীন আফ্রিদির। একই সঙ্গে দলে নেই হারিস রউফও। জানা গেছে, এই তিন ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলায় ব্যস্ত থাকায় তাদের এই সিরিজে রাখা হয়নি।
তবে সুখবর হলো, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান।
কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন। বর্তমানে তিনি বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলছেন।
বিবিএলে বাবর আজামের পারফরম্যান্সও ছিল বেশ হতাশাজনক। সিডনি সিক্সারের হয়ে চার ম্যাচে মাত্র ৭১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১১০-এর কিছু বেশি।
চলতি বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া নয়। এমন প্রেক্ষাপটে তার বাদ পড়াকে বড় কোনো চমক হিসেবে দেখছেন না বিশ্লেষকরা।
অন্যদিকে, ব্যিসবেন হেডের হয়ে খেলা শাহীনের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি এখন পর্যন্ত মাত্র দুই উইকেট নিয়েছেন, যেখানে তার বোলিং গড় ও ইকোনমি রেট বেশ বেশি।
এই সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকবেন সালমান আলী আগা। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল দিয়ে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে চায় পাকিস্তান শিবির।
শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
এমআর/টিকে