ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিন তাঁর তিন সন্তানসহ মারা গেছেন। স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো একযোগে এই দুঃখজনক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
ভ্যালেন্সিয়া এক শোকবার্তায় জানায়, ‘ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।’
ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষের তথ্যমতে, ২৬ ডিসেম্বর চরম বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পদার দ্বীপ প্রণালীতে। পরদিন ২৭ ডিসেম্বর মার্টিন ও তাঁর তিন সন্তান নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। ২৮ ডিসেম্বর সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) উদ্ধার অভিযান চালিয়ে যায়।
এই দুর্ঘটনায় ফার্নান্দো মার্টিনের স্ত্রী ও এক কন্যা প্রাণে বেঁচে যান। এছাড়া নৌকার চারজন ক্রু সদস্য এবং এক ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে বলে এসএআর এক বিবৃতিতে জানিয়েছে।
এদিকে, স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ফার্নান্দো মার্টিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ৪৪ বছর বয়সী মার্টিন স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলে সাবেক খেলোয়াড় ছিলেন।
২০২৫ সালে তাকে ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রয়টার্স
টিজে/টিকে