টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। এর মধ্যেই বড় ধাক্কা খেল পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) খেলতে গিয়ে চোটে পড়েছেন দলের অন্যতম সেরা পেসার ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার হাঁটুতে চোট লেগেছে বলে জানা গেছে, যা বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিবিএলে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন শাহিন। শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে এই চোট পান তিনি। ব্রিসবেনের ইনিংসের ১৪তম ওভারে ঘটনাটি ঘটে। তখন বল করছিলেন জেভিয়ার বার্টলেট। সেই ওভারে জেভি ওভারটনের মিড-অনের দিকে জোরালো শট ধরতে গিয়ে হঠাৎই দৌড় থামিয়ে দেন শাহিন। সঙ্গে সঙ্গে খোঁড়াতে শুরু করেন তিনি এবং একপর্যায়ে ডান পায়ের হাঁটু চেপে ধরতে দেখা যায়।
ওভার শেষ হওয়ার পর তাকে আর মাঠে রাখা হয়নি। সতীর্থদের সহায়তায় শাহিন মাঠ ছাড়েন এবং হাঁটতে গিয়ে বারবার আঙুল দিয়ে ডান হাঁটুর দিকে ইঙ্গিত করেন। এরপর আর বোলিংয়ে ফিরতে পারেননি তিনি। তার এই অবস্থা দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে ব্রিসবেন শিবিরের পাশাপাশি পাকিস্তান দলেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু একেবারেই কাছে, তাই শাহিনের চোট পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের প্রধান পেসার হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে পাকিস্তান দলের অধিনায়কও। তার দ্রুত সুস্থ হয়ে ওঠা তাই পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১৭ বছর আগে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবারের আসরে তারা সব ম্যাচ খেলবে কলম্বোয়। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি।
চোটের পাশাপাশি বিবিএলে শাহিনের ফর্মও খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত চারটি ম্যাচে তিনি মাত্র দুটি উইকেট নিতে পেরেছেন। ওভারপ্রতি প্রায় ১২ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি ২.৪ ওভারে ৪৩ রান দেন, যার পর তাকে বোলিং আক্রমণ থেকেই সরিয়ে নেয়া হয়েছিল।
সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে শাহিন আফ্রিদির চোট ও ফর্ম দুটোই পাকিস্তান দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন নজর থাকবে তার মেডিকেল রিপোর্ট ও পুনর্বাসন প্রক্রিয়ার দিকে। শাহিন কত দ্রুত মাঠে ফিরতে পারেন, তার ওপরই অনেকটাই নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতির চূড়ান্ত চিত্র।
এমআর/টিকে