সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আপেল মিয়া (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বংশীকুণ্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপেল মিয়া বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আপেল মিয়াকে আজ (রবিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।’
কেএন/টিকে