সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়েরারের চোখে ‘গোটা মৌসুমের সেরা সেভগুলোর একটি।’ দাভিদ রায়ার এই সেভ বড় অবদান রেখেছে আর্সেনালের তিন পয়েন্ট পাওয়ায়। দলটির কোচ মিকেল আর্তেতা বললেন, খেলোয়াড়দের কাছে এমন পারফরম্যান্সই চান তিনি।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে আর্সেনাল।
প্রথমার্ধে মার্টিন ওডেগোরের গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের।
৬৪তম মিনিটে ইয়াসিন আইয়ারির গোলে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাইটন। ৭৬তম মিনিটে সমতায়ও ফিরতে পারত তারা। বক্সে বাঁ পায়ে জোরাল শট নেন বদলি খেলোয়াড় ইয়ানকুবা। দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়াতে যাচ্ছিল বল। তবে ক্ষিপ্রতায় শরীরটা শূন্য ভাসিয়ে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান রায়া।
ম্যাচের পর স্কাই স্পোর্টসে আলাপে স্প্যানিশ গোলরক্ষককে প্রশংসায় ভাসান আর্সেনাল কোচ আর্তেতা।
“এটা (সেভ) ছিল অসাধারণ। খেলোয়াড়দের কাছ থেকে আমাদের এটাই দরকার, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের এমন পারফরম্যান্স দরকার।”
বিবিসি ‘ম্যাচ অব দা ডে’র জন্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করা শিয়েরার এই সেভকে ‘গোটা মৌসুমের সেরা সেভগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেন।
১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আর্সেনাল। ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
আরআই/টিএ