বিপিএলের আগেরদিন নেতিবাচক কারণে আলোচনায় আসা চট্টগ্রাম রয়্যালস নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলনে প্রস্তুতি সারার মাঝে চোট পেয়েছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালেও যেতে হয়েছিল, তবে চোট বেশি গুরুতর নয় বলে জানা গেছে।
বিপিএলে দু’দিন খেলা হওয়ার পর আজ (রোববার) বিরতি। খেলা না থাকায় এদিন চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে এসেছিলেন শরিফুল। সিলেটের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় শরিফুলকে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’ ইতোমধ্যে হাসপাতাল থেকে টিম হোটেলেও গিয়েছেন শরিফুল। এর আগে অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছিলেন শরিফুল।
এসএস/টিএ