সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চিন্তাভাবনা প্রকাশ করেছেন অভিনেত্রী শতাব্দী রায়। তিনি লিখেছেন, “জীবনে যাদের কোনও অবদান নেই, তাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের কাজ, নিজের জগৎ ছেড়ে, নেগেটিভ মানুষকে জায়গা দেওয়া ভুল।” এই বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত জীবনের শিক্ষাও প্রকাশ পেয়েছে।
শতাব্দী রায় মনে করেন, জীবনে সফল ও সৃজনশীল থাকার জন্য নিজেকে ইতিবাচক পরিবেশে রাখা অত্যন্ত জরুরি। নেতিবাচক মানুষের প্রভাব থেকে দূরে থাকা এবং নিজের লক্ষ্য ও কাজের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। তার এই উপলব্ধি অনেক ফ্যান ও অনুসারীর কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে ধরা পড়েছে।
অভিনেত্রী প্রকাশ করেছেন, সামাজিক ও পেশাগত জীবনে নিজের স্থানকে সুরক্ষিত রাখা এবং নিজের কাজের গুরুত্ব বোঝা, জীবনের অমূল্য শিক্ষা। ফ্যানরা তার এই পোস্টকে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গঠনের বার্তা হিসেবে গ্রহণ করছেন।
আরপি/টিএ